শিরোনামে ফের সন্দেশখালি, বিস্ফোরক কথা বললেন রাজ্যের মন্ত্রী

'এবার পুলিশ কাউকে ছাড় দেবে না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা এদিন সন্দেশখালি প্রসঙ্গে বলেন, “বিজেপি মরিয়া হয়ে গেছে। গতকাল মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে গিয়েছিলেন এবং সবাই সেখানে ভিড় এবং মহিলাদের উপস্থিতি দেখেছিলেন। সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনেছিল। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। বিজেপি দিদির সাফল্যে ভয় পায়। বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। তারা তাদের হারানো রাজনৈতিক স্থান বাঁচাতে চাইছে। আমরা সবসময় দেখেছি, কোনো আইন-শৃঙ্খলার সমস্যা হলে লোকেদের হিংসা করতে উৎসাহিত করে তারা (যেমনটা আমরা সন্দেশখালিতে দেখেছি)। এবার পুলিশ কাউকে ছাড় দেবে না”।

sashi panja hjk.jpg