নিজস্ব সংবাদদাতা: এবার কুণাল ঘোষ ফের একবার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে ট্যুইট করেছেন।
তিনি ট্যুইট করে বলেছেন, "অনশনকারীদের প্রতি পুলিশের সংবেদনশীল, দায়িত্বপূর্ণ মনোভাব থেকে প্রত্যেককে চিঠি। সকলেরই অনুরোধ, রাজনৈতিক প্ররোচনায় আর জটিলতা না বাড়িয়ে অনশন তুলে নিন জুনিয়র ডাক্তাররা। কয়েকজনকে বিপদে ফেলে অন্যরা মিডিয়ায় নেতা সাজছে, অন্য দল নিজেদের রাজনীতি করছে। এসবের সঙ্গে বিচারের দাবির সম্পর্ক নেই। সিবিআই কোর্টে চার্জশিট দিয়েছে। বিচার চলবে কোর্টে। সরকার তার করণীয় করেছে, করে চলেছে। এখন অনশন কেন?" তার এই ট্যুইট ঘিরে চরম শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .