BREAKING: সন্ত্রাস দমনে ভারতের পাশেই আমেরিকা ! ভারতকে পূর্ণ সমর্থনের ঘোষণা করলেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল
BRICS বৈঠকে ভারতের যোগ দেওয়ার সম্ভাবনা কমছে
BREAKING: কাশ্মীরের পর্যটনকে ধ্বংস করতে চায় সন্ত্রাসীরা ! ফের একবার ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা তরুণ চুঘ
'উড়িয়ে' দেওয়া হল আরও এক লস্কর জঙ্গির বাড়ি
ফের দ্বি-জাতি তত্ত্বের কথা পাক সেনা-প্রধানের মুখে
‘মন কি বাত’ অনুষ্ঠানে পহেলগাম হামলায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
BREAKING: পাকিস্তানি মিডিয়ায় প্রশংসিত হচ্ছে কংগ্রেস ! কংগ্রেসকে কটাক্ষ করে কড়া মন্তব্য করলেন শেহজাদ পুনাওয়ালা
পাকিস্তানকে ‘সংস্কৃতি’ নিয়ে তোপ আদনান সামির
BREAKING: সন্ত্রাসবাদীরা চায়না কাশ্মীরে শান্তি ফিরুক ! মন কি বাত অনুষ্ঠানে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফের প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে

মানসিংহ জেলা থেকে ট্রেনে অস্ত্র তোলা হয় বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rw22q234

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে। ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই পাকড়াও মালদার যুবক। এসটিএফের হাতে হাতেনাতে পাকড়াও হয় সে। এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে স্টেশনে হাজির হয় এসটিএফের আধিকারিকরা। আর অভিযুক্ত যুবক ট্রেন থেকে নামতেই তাঁকে হাতেনাতে পাকড়াও করে আধিকারিকরা।  

যা জানা যাচ্ছে, বিহারের মানসিং জেলা থেকে মালদা কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র নিয়ে আসে ওই যুবক। যুবকের নাম হাসান শেখ। ব্যাগে জামাকাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আসে সে। অস্ত্র গুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি বলে জানা যাচ্ছে। সেখান থেকে সড়ক পথে মানসিংহ জেলায় আসে এবং সেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয়। গোটা কাজের দায়িত্বে ছিল এই হাসান শেখ।

r223dzss

যা জানা যাচ্ছে, তাঁর কাছ থেকে তাজা কার্তুজ ৮ রাউন্ড, ৬ টা ৯ এমএম পিস্তল এবং দুটো ওয়ান শটার। মোট ৮ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তাঁর কাছ থেকে। সমগ্র ঘটনার তদন্ত করে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে।