তপসিয়ার পর নিউ আলিপুর, ফের জতুগৃহ দুর্গাপুর ঝুপড়ি

আগুন নেভাতে ৬টি ইঞ্জিন এসে হাজির হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Fire

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল তপসিয়া আর আজ নিউ আলিপুর। শীতের রাতে ফের মাথার ছাদ হারালো অসংখ্য মানুষ। ফের এক ঝুপড়ি জতুগৃহে পরিণত হল। সন্ধ্যে ৭ টা নাগাদ এদিন আচমকায় ঝুপড়িতে আগুন লেগে যায়। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

যা জানা যাচ্ছে, এদিন হঠাৎই দুর্গাপুর ব্রিজের নীচে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা ব্রিজের গা ছুঁয়ে বেড়চ্ছে। ওই ভাবেই ব্রিজ পারাপার করছেন সাইকেল, বাইক, চার চাকা। এদিকে যেখানে আগুন লেগেছে, তাঁর গা লাগোয়াই রয়েছে এক নামকরা বেসরকারি হাসপাতাল। ফলে আতঙ্ক ছড়িয়েছে সেখানেও। 

dfghjhbm

আগুন লাগার খবর ছড়াতেই শিয়ালদাহ-বজবজ শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কেননা এই রেল লাইনের পাশেই রয়েছে ঝুপড়িটি। রেলের জমির ওপরই গজিয়ে উঠেছে বেআইনি এই বস্তি। ফলে ঠিক কত সংখ্যক মানুষের বসবাস, তা এখনও জানা যায়নি। 

অন্যদিকে, সামনেই আর্মি ক্যাম্প। তাই আগুন লাগার খবর শোনা মাত্রই জওয়ানরা চলে এসেছেন নিজেদের ওয়াটার ট্যাঙ্ক নিয়ে। তারা হাত লাগিয়েছে আগুন নেভাতে। ইতিমধ্যেই আগুন নেভাতে ৬টি ইঞ্জিন এসে হাজির হয়েছে। তবে বাতাসে হাওয়ার গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।  

cfrhbv