নিজস্ব সংবাদদাতা: ‘ইডি গেলেই জন বিস্ফোরণ হবে’, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। একেবারে আক্রমণাত্মক সুরে শোভনদেবের হুঙ্কার, ‘ইডি, সিবিআই থাকলে তাঁদেরও আছে দলের ছাত্র-যুব সংগঠন। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলাজুড়ে হবে’, এমনই হুঁশিয়ারি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী।
সন্দেশখালি, বনগাঁ দু’জায়গাতেই জন রোষের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। এর মধ্যে ইডি আধিকারিকরা আক্রান্ত হন সন্দেশখালিতে। যে ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। কীভাবে ডিউটিরত অফিসারদের ওপর হামলা চালানো যায়, তাই প্রশ্ন তোলেন বিরোধীরা। ওই দিন শুধু ইডি আধিকারিকরা আক্রান্ত হননি, আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও।
সেদিনের ওই নজিরবিহীন ঘটনা নিয়ে যখন রাজ্য-রাজনীতি সরগরম, তখনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের প্রবীণ নেতা। শোভনদেব বিজেপিকে আক্রমণ করে বলেন, “ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়” মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর এই মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হল এই সন্দেশখালির ঘটনা নিয়ে।