আরজি করে ফের পা রাখলেন কলকাতার পুলিশ কমিশনার

সিপির এই সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Manoj Varma

File Picture

নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুর, আচমকা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাজির হলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে এই হঠাৎ পরিদর্শন বলে জানা যাচ্ছে। সোমবারের মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না করলে ফের কর্ম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারই জেরে সিপির এই সফর কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

এদিন হাসপাতাল, ক্যাম্পাস ঘুরে দেখেন পুলিশ কমিশনার। কথা বলেন, হাসপাতালের কয়েকজন রক্ষীর সঙ্গেও। 

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সিপির এই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত হাল হকিকত খতিয়ে দেখতেই এদিন আরজি করে এসেছিলেন সিপি। 

rg kar

ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে। সাগর দত্ত মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের হাতে প্রহৃত হন জুনিয়র চিকিৎসক সহ কয়েকজন স্বাস্থ্য কর্মী। অভিযোগ, শুধু মারধর করা নয়, ‘আরজি কর করে দেওয়ার’ হুঁশিয়ারি দেওয়া হয় কর্তব্যরত এক জুনিয়র মহিলা ডাক্তারকে।   

ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই সাগর দত্তে কর্মবিরতি শুরু করেছিলেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। শনিবার হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ দফতরের পদস্থ কর্তারা। আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। পরে বাইরে এসে নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দেন তারা। আর আজ এই সবের পরই আরজি করে পা রাখলেন সিপি। 

manoj verma 111

Adddd