নিজস্ব সংবাদদাতাঃআরজি কর কাণ্ডে তাণ্ডবের পর এবার এসএসকেএমের মতো নিরাপত্তার কড়াকড়ি থাকা হাসপাতালে ভাঙচুর। এসএসকেএমে ভিভিআইপিদের আনাগোনা থাকে। ট্রমা কেয়ারে আরও বেশি নিরাপত্তা থাকা দরকার। সেই এসএসকেএমেই আরজি কর কাণ্ডের ৭২ ঘণ্টা যেতে না যেতেই ভাঙচুর হল। রক্তাক্ত হলেন জুনিয়র চিকিৎসক সুব্রত শূর।
রবিবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটের পাঁচতলায়। ওয়ার্ডের ভিতর পরিজনদের ছোঁড়া স্যালাইনের বোতলে অন্য রোগীর পরিজনেরা ওয়ার্ড ছেড়ে পালাতে বাধ্য হন বলে অভিযোগ। মহিলা ওয়ার্ডের দরজায়ও লাথি মারা হয় বলে অভিযোগ। ভাঙা হয় কাচ। ওষুধ, সিরিঞ্জ, ইঞ্জেকশন ছুড়ে ফেলা হয়। কার্যত তাণ্ডব চলে।