নাম ডাক হওয়ার পর *জাকির* কলকাতায় এলেই আমার বাড়িতে আসতো, আমি তখন ওকে *এপাং ওপাং ঝপাং* এর ষোলো মাত্রার বোল টা তুলিয়ে দিয়েছিলাম- ট্যুইট তথাগতর

কি ট্যুইট করলেন তথাগত?

author-image
Aniket
New Update
tathagataaagh.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার ফের ট্যুইট করে নাম না করে নিশানা করলেন তথাগত রায়।

x tathagata roy sad face

তিনি ট্যুইট করে বলেছেন, "নেটে পাওয়া : “নাম ডাক হওয়ার পর *জাকির* কলকাতায় এলেই আমার বাড়িতে আসতো। একবার বললো আমেরিকায় যাচ্ছি, আমাকে একটা নতুন বোল শেখাও। আমি তখন ওকে *এপাং ওপাং ঝপাং* এর ষোলো মাত্রার বোল টা তুলিয়ে দিয়েছিলাম। পুরোনো কথা মনে পড়লে মনটা বিষন্ন হয়ে যায়”। তার ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।