নিজস্ব সংবাদদাতা: মহালয়ার দিন তাঁর ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’ শর্টফিল্ম মুক্তি পাওয়ার কথা। এই শর্টফিল্মে অভিনয় করেছেন TMCP নেত্রী রাজন্যা হালদার। এই শর্টফিল্মের পরিচালক TMCP-এর নেতা প্রান্তিক চক্রবর্তী। এই শর্টফিল্মের জেরে এইমধ্যে দল রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড হওয়ার পরেই তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে প্রান্তিক চক্রবর্তী বৈঠক করেছেন। এই শর্টফিল্মের মুক্তি পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
দলীয় সূত্রের খবর তৃণমূল নেতৃত্ব চায় না, এই আবহে শর্টফিল্মটি মুক্তি পাক। এই বিষয়ে রাজন্য ও প্রান্তিককে বার্তাও পাঠানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তারপরেই কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসেন প্রান্তিক চক্রবর্তী। তবে এই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি।
আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। দেশের মানুষও ক্রমাগত আরজি কর কাণ্ডের প্রতিবাদ করছেন। শুধু তাই নয়, রাজ্যে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আরজি কর কাণ্ডের পটভূমিতে একটি শর্ট ফিল্মে অভিনয় করেন টিএমসিপির নেত্রী রাজন্যা হালদার । এই শর্ট ফিল্মের পরিচালক টিএমসিপির নেতা প্রান্তিক চক্রবর্তী। এই পরিস্থিতিতে আরজি করের পটভূমিতে সিনেমা তৈরি করতে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে শাসক দলকে। শাসক দল পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থান নেয়। টিএমসিপি এই নেতা ও নেত্রীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় সরব হয়েছেন রজন্যা হালদার।
নিজের দলকে প্রশ্ন করেছেন রাজন্যা হালদার। তিনি প্রশ্ন করেন, “কুণাল ঘোষ কি দলকে জানিয়ে পুজোর আগে গান লিখেছিলেন? দেব কি দলকে জানিয়ে প্রধান সিনেমাটি তৈরি করেছিলেন?” নিজের শর্টফিল্ম নিয়ে রাজন্যা হালদার বলেন, “এই ছবির সঙ্গে আরজি করের ঘটনার সরাসরি কোনও যোগ নেই। ছবিটি দেখার পর যদি দল সিদ্ধান্ত নিত, তাহলে ভালো হতো।” প্রান্তিক চক্রবর্তী বলেন, “ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বুঝতে পারছি। এটাই তো শিল্পের মজা। মানুষে মানুষে ডিফার করে।... এতে রাজনৈতিক চিন্তাভাবনা নেই।”