পাশা ঘুরে গেল, মুখ্যসচিবের বৈঠকের পরেই ক্ষোভ প্রকাশ চিকিৎসকদের!

মুখ্যসচিবের বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়লেন চিকিৎসকরা।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
swastha-bhawan

নিজস্ব সংবাদদাতা:  সিনিয়র চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের  প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকের পর সিনিয়র চিকিৎসকরা নিজেদের হতাশা প্রকাশ করেন। সেই হতাশা নিয়ে সিনিয়র চিকিৎসকরা বলেন, আমাদের সমস্ত দাবি তাঁরা শুনেছেন। এটুকু বলতে পারি। কিন্তু কতটা কাজ হবে তা বলা সম্ভব নয়। পাশাপাশি তাঁরা জানান, দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে আন্দোলন করছেন। কিন্তু মুখ্যসচিব কোনও রকম প্রস্তুতি ছাড়াই দায়সাড়া ভাবে এই বৈঠক ডেকেছেন। এই বৈঠককে আদৌ ইতিবাচক বলা যাবে না বলেও তাঁরা জানান। তাঁরা মনে করছেন, সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি রয়েছে। সেখানে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপের স্টেটাস দেখানোর জন্যই এই বৈঠক করেছেন।  পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা জানিয়েছে, কোনও প্রতিশ্রুতির লিখিতরূপে দেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন,  স্বাস্থ্যসচিব বৈঠকে উপস্থিত ছিলেন না। 

অন্যদিকে, ১০ দফা দাবি নিয়ে এবং সিবিআইয়ের তদন্তে হতাশা প্রকাশ করে জুনিয়র চিকিৎসকরা রাজভবন অভিযান করেছেন। অসংখ্য সাধারণ মানুষ এই অভিযানে অংশগ্রহণ করেন।  এই রাজভবন অভিযানে অংশগ্রহণ করেন শিল্পী মহলের একাংশ।  সিবিআই যে প্রথম চার্জশিট প্রকাশ করেছে, কার্যত সেটাতে হতাশা প্রকাশ করেই জুনিয়র চিকিৎসকরা এই অভিযানের ডাক দিয়েছেন।

 tamacha4.jpeg