দীর্ঘ গ্রীষ্মাবকাশের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস প্রায় হয়নি

দীর্ঘ গ্রীষ্মাবকাশের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস প্রায় হয়নি

এবছর দীর্ঘ গ্রীষ্মাবকাশের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস প্রায় হয়নি। টেস্টের আগে বাড়তি ক্লাস নেওয়ার সময় রয়েছে পুজোর পরেই। শুধু দশম বা দ্বাদশ শ্রেণি নয়, সমস্ত ক্লাসেই সারা বছরের মধ্যে ক্লাস হয়েছে কয়েক মাস। বাধ সেধেছে প্রকৃতি। পরে পঞ্চায়েত ভোট এবং তার প্রাক ও পরবর্তী প্রস্তুতিও।

প্রধান শিক্ষকরাও সহ শিক্ষকদের আর্জি জানাচ্ছেন বাড়তি ক্লাস নিতে

প্রধান শিক্ষকরাও সহ শিক্ষকদের আর্জি জানাচ্ছেন বাড়তি ক্লাস নিতে

পুজোর ছুটিতে বাড়তি ক্লাস নেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের একটা অনীহা বরাবরই কাজ করে। এই সময় বাইরে বেড়াতে যান অনেকেই। তবে, এবছরের ব্যাপার আলাদা। বিভিন্ন কারণে স্কুল মাসের পর মাস বন্ধ থেকেছে। তাই প্রধান শিক্ষকরাও সহ শিক্ষকদের আর্জি জানাচ্ছেন বাড়তি ক্লাস নিতে।