যাদবপুরের পর এবার গড়িয়া,  দুর্ঘটনায় আহত ৬

বেহালা, যাদবপুরের পর এবার শিরোনামে গড়িয়া। সাতসকালে শহরে পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে গড়িয়ার ব্রিজি ব্রিজে (Garia Bridge)। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো।

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

কলকাতা: বেহালা, যাদবপুরের পর এবার শিরোনামে গড়িয়া। সাতসকালে শহরে পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে গড়িয়ার ব্রিজি ব্রিজে (Garia Bridge)। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৬, আশঙ্কাজনক ১। দুর্ঘটনার কবলে পড়েছে আরও ৩ অটো। ঘাতক ম্যাটাডোর চালক এই মুহূর্তে পলাতক। 

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টার কামালগাজি থেকে পাটুলিগামী একটি ম্যাটাডোর ধাক্কা মারে একটি চলন্ত অটোকে। টাল সামলাতে না পেরে পাল্টি খায় অটো। ঘটনায় আহত ৬ জন। দুর্ঘটনার কবলে আরও ৩টি অটো। আহতদের বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত, তাঁদের চিকিৎসা চলছে।