নিজস্ব সংবাদদাতা: শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত (Circulation) তৈরি হতে পারে। সোমবারের মধ্যে সেটা নিম্নচাপে হওয়ার পর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় (Cyclone) হয় কিনা সেদিকে তাকিয়ে গোটা বাংলা। জন্মের আগেই যেন চোখ রাঙাচ্ছে শিশু। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোচাকে ঘিরে চিন্তা আর উত্তেজনা দুটোই বাড়ছে সমান তালে। ফণী, আমফান এবং ইয়াস মিলিয়ে গত ৩ বছরে মে মাসে ৩টি বড় ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুকে। অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতা মনে রেখে এবার আগেভাগেই প্রস্তুতি সারছে রাজ্য প্রশাসন (State Govt)। এদিকে বাঙালির কপাল এতটাই খারাপ যে তীব্র তাপদাহ থেকে কিছুটা রেহাই মিলতে না মিলতেই যখন সবে স্বস্তি এসেছে, তার মধ্যেই এবার চিন্তায় ফেলল সম্ভাব্য ঘূর্ণিঝড় মোচা (Mocha)। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং মানুষের মুখে মুখে এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে।