নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই! স্বাভাবিকভাবেই আরও বিপদ বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর।
ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ। মঙ্গলবারই সেই মামলায় কেন্দ্রীয় সংস্থাকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নিম্ন আদালতকে পার্থর মামলা দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে একই মামলায় ধৃত অয়ন শীলকেও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে এসএসসি মামলাতে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক মামলাতেও তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়েছে সিবিআই। এদিন তাঁকে ওই মামলায় গ্রেফতারির আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই আর্জিই মঞ্জুর হয়েছে।
এর বিরোধিতা করে কোনও লাভ পাননি পার্থর আইনজীবী। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তদন্ত করে সম্প্রতি তারা পার্থ চট্টোপাধ্যায়ের নাম পেয়েছে। তাই তাঁকে এবং অয়ন শীলকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরী বলেই মনে করছে সিবিআই।
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সিবিআই বরাবর দাবি করে এসেছে তিনি প্রভাবশালী। জামিন পেলে মামলার অদন্তকে প্রভাবিত করতে পারেন। সাক্ষীদের প্রভাবিত করে প্রমাণ নষ্টও করতে পারেন। বিগত কয়েকদিন ধরেই অনুমান করা হচ্ছিল যে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে। মঙ্গলবার সেটাই হল।