ঘূর্ণিঝড়ের দাপট কাটিয়ে নির্ধারিত সময়ের আগেই শুরু হল বিমান পরিষেবা

এদিন সকাল ৮টা থেকেই শুরু হয়ে যায় বিমান বন্দরের পরিষেবা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
f

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ শেষ বিমান উড়েছিল কলকাতা বিমানবন্দর থেকে। তারপর ঘূর্ণিঝড় ‘দানা’র আগাম তাণ্ডব আশঙ্কা করেই বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা। তারপর সারা রাত আর ওড়েনি একটিও বিমান। কথা ছিল, আজ সকাল ৯টার পর থেকে ফের শুরু হবে বিমান পরিষেবা। কিন্তু ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব সেই অর্থে পড়েনি কলকাতার বুকে। খানিক ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টি ছাড়া কলকাতাকে আর কিছু ভুগতে হয়নি। তাই এবার ছন্দে ফিরছে কলকাতা বিমানবন্দর।

নির্ধারিত সময়ের কিছু আগের থেকেই শুরু হল কলকাতার বিমান পরিষেবা। সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ উড়লো কলকাতা বিমান বন্দর থেকে প্রথম বিমান। ইম্ফলের উদেশ্যে উড়লো সেটি। 

Flight

এদিন সকাল ৮টা থেকেই শুরু হয়ে যায় বিমান বন্দরের পরিষেবা। যাত্রীরাও আসতে শুরু করেন ধীরে ধীরে। আর্ন্তদেশীয় ও আন্তর্জাতিক দুই পরিষেবায় শুরু হয়েছে স্বাভাবিক নিয়মেই। ইমিগ্রেশনের লাইনও বেশ লম্বা। মনে করা হচ্ছে, বেলা যত গড়াবে ততোই স্বাভাবিক হবে ফ্লাইট সার্ভিস। 

এদিন কলকাতার উদ্দেশ্যেও সকালে দিল্লি থেকে ওড়ে প্রথম বিমান। তারপর সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ সেটি কলকাতায় অবতরণ করেছে বলে জানা যাচ্ছে।