নিজস্ব সংবাদদাতা: আর মাত্র ৩২ দিন। তারপরই মেয়ে আসবে তাঁর বাপের বাড়ি। আর তার জন্যে প্রস্তুতি চলছে জোরকদমে।
প্রতিমাশিল্পীরা এখন দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজ শেষ করছেন। কুমোরটুলিতে দেখা যাচ্ছে সেই ব্যস্ততা। ইতিমধ্যেই কুমোরটুলি থেকে গনেশ প্রতিমা পৌঁছে গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। আর এবার নজরে শুধুই মা।
বিদেশের প্রতিমাগুলি আগেই তৈরি হয়ে গিয়েছে। সেগুলি পাড়িও দিয়েছে যথাসময়ে। এবার চলছে শহরের প্রতিমাগুলি গড়ার কাজ। অবশ্য বলা ভালো এখন চলছে তুলির টান। প্রতিমার গায়ে রঙ দিয়ে চলছে রূপ গড়ার কাজ। আর তারপরই ঢাকে পড়বে কাঠি, উমা আসবে বাপের বাড়ি।