নিজস্ব সংবাদদাতা: গরমের (Summer) ঘায়ে মূর্ছা যায়। এখন বঙ্গজুড়ে এই অবস্থাই চলছে। চাতক পাখির মতো অপেক্ষা করছে মানুষ যে আবার কবে বৃষ্টি (Rain Prediction) হবে। মাঝে ২ দিন হালকা বৃষ্টি হলো এবং তার ফলে আপাতত কিছুটা স্বস্তি পেয়েছিলো পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ। কিন্তু ২ দিন পেরিয়ে যেতেই আবার পরিস্থিতি আগের মতোই হয়ে গেলো। আবার শুরু হয়েছে গরমের দাপট। গুমোট মেঘের কারণে গরমের উত্তাপ আরো বেশি উপলব্ধি করা যাচ্ছে। আজ আবার সকাল থেকেই রোদ রয়েছে আর তাই জন্য বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে।