২ দিন বৃষ্টি হলো, তারপরেই চরম গরম! আবার হাহাকার

এই গরম, এই বৃষ্টি। বাংলা জুড়ে এই আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। ২ দিনের হালকা স্বস্তির পর এবার আবার গরমের দাপট রাজ্যে। কবে যে একটু স্বস্তির বৃষ্টি দেখা দেবে সেই অপেক্ষায় কেটে যাচ্ছে দিন আর রাত।

author-image
Anusmita Bhattacharya
New Update
summergirl

নিজস্ব সংবাদদাতা: গরমের (Summer) ঘায়ে মূর্ছা যায়। এখন বঙ্গজুড়ে এই অবস্থাই চলছে। চাতক পাখির মতো অপেক্ষা করছে মানুষ যে আবার কবে বৃষ্টি (Rain Prediction) হবে। মাঝে ২ দিন হালকা বৃষ্টি হলো এবং তার ফলে আপাতত কিছুটা স্বস্তি পেয়েছিলো পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষ। কিন্তু ২ দিন পেরিয়ে যেতেই আবার পরিস্থিতি আগের মতোই হয়ে গেলো। আবার শুরু হয়েছে গরমের দাপট। গুমোট মেঘের কারণে গরমের উত্তাপ আরো বেশি উপলব্ধি করা যাচ্ছে। আজ আবার সকাল থেকেই রোদ রয়েছে আর তাই জন্য বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছে সাধারণ মানুষের পক্ষে।

ad.jpg