নিজস্ব সংবাদদাতা: দল বদলের জের। বায়রন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে বিধানসভার অধ্যক্ষকে চিঠি। নির্বাচন কমিশনেও চিঠি পাঠানো হয়েছে। তারপরেও সাগরদিঘির বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ না করলে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী সৌমশুভ্র রায়। এখন তিনি বায়রন বিশ্বাসের বিধায়ক পদ খারিজের আরজি জানিয়েছেন।
কংগ্রেসের টিকিটে উপনির্বাচনের জেতার ৩ মাসের মধ্য়ে তৃণমূলে যোগ দিলেন বায়রন। তারপর থেকেই সাগরদিঘির বিধায়কের পদত্যাগের দাবি তুলে জেলাজুড়ে আন্দোলনে করছে বাম-কংগ্রেস। যদিও বিরোধীদের এই দাবিকে নস্যাত্ করে দেন বায়রন বিশ্বাস। বলেন যে তাঁর দলত্যাগের জন্য দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হয় না। ফলে পদত্যাগের প্রশ্ন নেই।