বিজেপির বিভেদমূলক রাজনীতি! দ্য কেরালা স্টোরি নিয়ে আক্রমণ অধীরের

রাজ্যে অশান্তি হবার ভয়ে দ্য কেরালা স্টোরি ব্যান করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
adhir

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে (West Bengal) দ্য কেরালা স্টোরি (The Kerala Story) প্রদর্শিত করতে হবে, এই মর্মে রাজ্যের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই ছবি দেখালে রাজ্যের শান্তিতে আঁচ আসতে পারে ভেবেই বাংলায় এই সিনেমা ব্যান (Movie Ban) করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা (CM Mamata Banerjee)। 'দ্য কেরালা স্টোরি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে করমুক্ত কারণ ওই রাজ্যগুলি বিজেপি শাসিত। তারা ভারতের বিপ্লবী ব্যক্তিত্ব সম্পর্কিত চলচ্চিত্র দেখাবে না। তারা শুধুমাত্র 'দ্য কেরালা স্টোরি' এবং 'দ্য কাশ্মীর ফাইল' বিনামূল্যে প্রদর্শন করবে কারণ এর মাধ্যমেই তারা বিভেদমূলক রাজনীতি (Divisive Politics) করতে পারবে', পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির সভাপতি (President of West Bengal Congress Committee) অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) এই মন্তব্য করলেন।