প্রতিবাদে যোগ দিতে গিয়ে শুনতে হয়েছিল গো ব্যাক স্লোগান! পুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম ঋতুপর্ণার

ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গেল পুজো কার্নিভালে। সেই পুজো কার্নিভালে তিনি নাচলেন। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে তিনি প্রণাম করলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Rituparna sengupta

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যার জেরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ট্রোলের মুখোমুখি হতে হয়। এমনকী বিক্ষোভে অংশগ্রহণ করতে এসে গো ব্যাক স্লোগান শুনতে হয়। এবার সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গেল পুজো কার্নিভালে। সেই পুজো কার্নিভালে তিনি নাচলেন। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে তিনি প্রণাম করলেন। 

দুর্গাপুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাও আবার শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে। 'আমার আড়ালে আমার আবডালে অঞ্চলী লহ পলে পলে' গানের সঙ্গে নাচতে দেখা গেল ঋতুপর্ণাকে।কলকাতা পুলিশের বডিগার্ড লাইন পুজো কমিটির হয়ে ঋতুপর্ণা ও তাঁর নাচের দলকে এদিন পুজো কার্নিভালে নাচতে দেখা গেল।  জুঁই ফুলের মালা ও হলুদ শাড়ি পরে তাঁকে নাচতে দেখতে পাওয়া যায়। ঋতুপর্ণা যখন রেড রোডের রাস্তায় নাচছেন, ঠিক তখনই মঞ্চে সেই গানের তালেই রচনা, নুসরত,জুন, সায়নীদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে ধর্মতলায় দ্রোহের কার্নিভালে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। মোহের কার্নিভাল না দ্রোহের কার্নিভাল, প্ল্যাকার্ড দেখা যায় চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে।  পাশাপাশি ধর্মতলা চত্বরে জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে মানববন্ধের আয়োজন করা হয়।  

 tamacha4.jpeg