মুখ্যমন্ত্রী নিজে অনশন মঞ্চে আসুন! ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গলা মেলালেন অপর্ণা সেন

অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীকে আসার আহ্বান করলেন অভিনেত্রী অপর্ণা সেন।

author-image
Tamalika Chakraborty
New Update
aparna sen


নিজস্ব সংবাদদাতা: ষষ্ঠীর সন্ধ্যায় অনশনের চতুর্থ দিনে অনশন মঞ্চে এলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন। এই অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীকেও আসার আহ্বান জানান অপর্ণা সেন। এর আগে তিনি আরজি করে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চে গিয়েছিলেন অপর্ণা সেন। সেই সময় বর্ষীয়ান অভিনেত্রীকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। 

ষষ্ঠীর দিন সন্ধ্যায় অনশন মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, "ওঁদের প্রতিবাদের সঙ্গে আমার প্রতিবাদ মেলাতে এসেছি।  আজকে ওঁরা যে অনশন করছেন, সেটা তো শুধু নিজের জন্য নয়,  ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য। মানুষ কতখানি  ডেসপারেট হলে, আমরণ অনশনের সিদ্ধান্ত।  এঁদের প্রতিবাদের সঙ্গে নিজেদের প্রতিবাদ মিলিয়ে দিন। এঁদের কণ্ঠস্বরের সঙ্গে আপনার কণ্ঠস্বর মিলিয়ে দিন। এঁরা যে অনশন করছেন, কোনওভাবেই যেন ব্যর্থ না হয়। এঁনারা হাসিমুখে বলছেন, আমরা ঠিক আছি। কিন্তু এতদিন অনশন করলে কারও শরীর কতটা খারাপ হতে পারে, তার একটা আইডিয়া আমাদের সকলের রয়েছে।"

এদিন মুখ্যমন্ত্রীকে নিজে অনশন স্থলে আসতে বলেন অপর্ণা সেন। তিনি বলেন, " তিনি বলেছেন, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আপনি নিজে অনশন করেছেন, জানেন অনশন করা কী জিনিস, আপনি এখানে এসে এঁদের কাছে দাঁড়ান, আপনি আসুন, এঁরা আপনার সন্তানসম, আপনি না এলে কিচ্ছু হবে না, আমি হাতজোড় করে বলছি মাননীয়া আপনি নিজে এখানে এসে দাঁড়ান, ওঁদের কথা শুনুন, অবস্থাটা দেখুন। আপনার অধস্তন কর্মীরা ইমেল করছেন, কিন্তু আপনি নিজে আসুন, আমি অনুরোধ করছি। " 

l

 tamacha4.jpeg