থ্রেট কালচারে রজতাভ দত্তের মত: অসুখ শনাক্ত হলে রোগ সারানো সম্ভব

হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা নিয়ে টালিগঞ্জের অভিনেতা-পরিচালকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা দাদাগিরির সংস্কৃতি বন্ধের দাবি জানিয়ে বলেছেন, এটি কাজের পরিবেশকে বিপর্যস্ত করছে।

author-image
Debapriya Sarkar
New Update
Rajatava dutta

নিজস্ব প্রতিবেদন : মে মাস থেকে কাজ হারিয়ে অভাবের তাড়নায় টালিগঞ্জের এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা শোরগোল ফেলেছে। এতে প্রশ্ন উঠেছে, জুনিয়র ডাক্তারদের মতো রূপালি দুনিয়াতেও কি 'থ্রেট কালচার' ছড়িয়ে রয়েছে? অভিনেতা রজতাভ দত্ত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, বলছেন যে শিল্পের পরিবেশ নিরাপদ রাখা জরুরি এবং সবার উচিত একত্রিত হয়ে এই সমস্যা মোকাবেলা করা।

Tollywood

হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা দাদাগিরি ও মাতব্বরির সংস্কৃতি বন্ধের দাবি তুলেছেন। অভিনেতা রজতাভ দত্ত বলেছেন, “এটা অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়। মানুষের মত প্রকাশের ও কাজ বেছে নেওয়ার অধিকার খর্ব করা চলবে না; এটা ভয়াবহ পরিস্থিতি।” এভাবে ক্ষোভের প্রকাশ নতুন করে এই শিল্পের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন তুলেছে। তবে সব খারাপের মধ্যে আশার আলো দেখছেন অভিনেতা। তিনি বলেন, "একটি অসুখ শনাক্ত হলে তা সারানো তুলনামূলকভাবে সহজ। যদিও অন্যান্য ইন্ডাস্ট্রিতেও সমস্যা রয়েছে, আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো বেশি প্রচার পায়। অসুখটি চিহ্নিত হওয়ায় এটাকে নির্মূল করা সম্ভব।"

Tollywood

হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার পর 'সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন' এবং 'ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। ফেডারেশনের নেতা স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে এই বিষয়ে সুরক্ষা বন্ধু নামে একটি কমিটি গঠন করা হয়েছে পরিস্থিতি পর্যালোচনার জন্য। তবে 'সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন'-এর সভাপতি রিনা মণ্ডল মন্তব্য করতে রাজি হননি।