অরাজনৈতিক আন্দোলনকে সামলাতে না পেরেই খাটো করার চেষ্টা, বিস্ফোরক পরমব্রত

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, সফল অরাজনৈতিক আন্দোলনকে সবাই ছোট করতে চায়।

author-image
Tamalika Chakraborty
New Update
Parambrata


নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের পর থেকেই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। এই কর্মবিরতিকে সামনে রেখে একের পর এক তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ বিস্ফোরক মন্তব্য করেছেন।  জুনিয়র চিকিৎসকদের নিয়ে কুরুচি কর আক্রমণ করেন মন্ত্রী স্বপ্ন দেবনাথ।  রাত দখল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? আমার এলাকায় একটি হোটেলে, মহিলারা রাতে মদ খেতে যান। বলে দিয়েছি, এখন থেকে আর ওই হোটেলে মহিলারা মদ খেতে যাবেন না। কোনও অঘটন ঘটলে কী হবে? সে জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। মোমবাতি জ্বালান, মিছিল করুন, কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ রাখুন মা-বাবা। কিছু হলে আমাদের ঘাড়ে দায় এসে পড়ছে।'

Junior Doctors

এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, "যখন কোনও রাজনৈতিক ছাতার তলায় না এসে একটা বড় জনগোষ্ঠী আন্দোলন করেন আর সেই আন্দোলন সফল হতে থাকে, তখন শাসক-বিরোধী সবাই চেষ্টা করে সেই আন্দোলনটাকে খাটো করতে। NRC-CAA এর সময় আমরা দেখেছিলাম, জনগণের মধ্যে যে  বিক্ষোভ হয়েছিল, কেন্দ্র সরকার সেটাকে ছোট করতে দেখাতে চেয়েছিল। কিন্তু সাধারণ মানুষেরা যেহেতু গত দেড় মাস ধরে এই আন্দোলনে কোনও রাজনৈতিক রং লাগতে দেননি, সেই কারণে শাসক-বিরোধী সবার খুব সমস্যা হচ্ছে। হলে তাঁদের খুব সুবিধা হত। কিন্তু এই সুবিধাটা হতে দেওয়া যাবে না। এতে সৌগতবাবু, স্বপনবাবু, শুভেন্দুবাবুর মন খারাপ হলে কিছু করার নেই। ডাক্তার বা সাধারণ মানুষের এই অরাজনৈতিক আন্দোলনটা কিন্তু মানুষের মনে থাকবে।" 

 tamacha4.jpeg