কুন্তল ঘোষের অণ্ডকোষ চেপে ধরা! কী বলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ?

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন। দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁর উপর চাপ তৈরি করে রাজনৈতিক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
kuntal1

কুন্তল ঘোষ

নিজস্ব সংবাদদাতাঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh) সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) তাঁর উপর চাপ তৈরি করে রাজনৈতিক নেতাদের নাম বলানোর চেষ্টা করছে। তাঁকে শারীরিক হেনস্থাও (Physical Abuse) নাকি করা হয়েছে। কুন্তলের অণ্ডকোষ চেপে ধরার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টির উপর আলোকপাত করেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশনামায় লিখেছে, কারুর অণ্ডকোষ চেপে ধরলে তিনি হাসতে পারেন কি না, সেই বিষয়ে মেডিক্যাল বিশেষজ্ঞদের থেকে জানা দরকার এবং সিবিআইকেও সেটি জানতে হবে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কুন্তল ঘোষের চিঠি নিয়ে প্রশ্ন তুলে পাল্টা প্রশ্ন করেছেন যে প্রবল ব্যথা পেলে তিনি হাসছেন কীভাবে?