নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় রাগে ফুঁসছে গোটা দেশই। এরাজ্যের প্রায় সবকটি সরকারি হাসপাতালেই চলছে কর্মবিরতি। দাবি একটাই অপরাধীকে দিতে হবে চরমতম শাস্তি। আর এবার সেই বিষয়টা স্পষ্ট করে দিলেন কলকাতা পুলিশের সিপি নিজেও।
File Picture
আজ সাংবাদিক বৈঠক নিজেই ডেকেছিলেন সিপি বিনীত কুমার গোয়েল। আর সেখান থেকেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “দোষী সর্বোচ্চ অপরাধী। তাই তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। পুলিশ সেই বিষয়টা নিশ্চিত করবে”। একই সাথে পরিবারের উদ্দেশ্যে বলেন, “যদি পরিবার চায় অন্য এজেন্সি দিয়ে তদন্ত করাবে। তাহলে কলকাতা পুলিশ তাতে আপত্তি করবে না। আমরা সর্বোদা চায় এই মামলার দ্রুত নিষ্পত্তি হোক। আর অপরাধী চরমতম শাস্তি পাক”।