গভীর নিম্নচাপে আরও বৃষ্টিপাত! কী বলছে আবহাওয়া দফতর

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রবিবার থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rain  in tamil nadu.jpg

নিজস্ব সংবাদদাতা: রবিবারও কলকাতা তথা বাংলার বুকে দুর্যোগ অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে।  ইতিমধ্যেই ২৬ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। যার জেরে নতুন করে উদ্যোগ বাড়তে শুরু করেছে। 

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রবিবার বিকেল পর্যন্ত রাজ্যে গভীর নিম্নচাপ অবস্থান করছে।  ধীরে ধীরে এই নিম্নচাপটি পশ্চিমের জেলাগুলোতে সরে যাবে। পরে ঝাড়খণ্ডে প্রবেশ করবে।  তাতেই হবে শক্তিক্ষয়। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই নিম্নচাপ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

heavy rainfall3.jpg

প্রসঙ্গত, শুক্রবার থেকে রাজ্যে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত দেখতে পাওয়া গিয়েছে। যার  জেরে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়েছে। একাধিক জায়গার নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে।  ইতিমধ্যে উপকূল অঞ্চলে বেশ কিছু অঞ্চলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  তবে রবিবার বিকেল থেকে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরছে। যার জেরে নতুন করে বিপদের আশঙ্কা নেই। তবু উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়েছে।