মনের ভেতরে থাকবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! ট্যুইট এবিভিপি কর্মীর

সুপ্রিম রায়ে হতাশ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। ট্যুইটারে বিচারপতির হাতে আঁকা ছবি পোস্ট করে ক্যাপশানে 'মনের ভেতরে আছেন'লিখলেন এক এবিভিপি কর্মী।

author-image
Pallabi Sanyal
New Update
justice ganguly

বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে গেলেও বিচারপতি অভিজিৎ  বন্দ্যোপাধ্যায়ের এজলাস থেকে মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টি আলোড়ন ফেলেছে সব মহলেই। সুপ্রিম রায়ে হতাশ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। ট্যুইটারে বিচারপতির হাতে আঁকা ছবি পোস্ট করে ক্যাপশানে 'মনের ভেতরে আছেন'লিখলেন এক এবিভিপি কর্মী। হাওড়ার বাসিন্দা তারক নাথ দত্ত ট্যুইট বার্তায় বিচারপতির উদ্দেশ্যে লিখেছেন, ''মেরুদন্ড সোজা রাখাটা একটা আর্ট । আপনি পথটা দেখিয়েছেন তাই আপনাকে সরে যেতে হলো তবে এই যুদ্ধের শেষ হতেই হবে।''