নিজস্ব সংবাদদাতা: তিনবারেই শেষ নয়। চতুর্থবারও বাংলার মুখ্যমন্ত্রী (Bengal CM) হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কোনও বিকল্প নেই। ২০২৬ সালে তৃণমূলই গড়তে চলেছে সরকার (TMC Govt)। মালদার মেগা শোয়ে সকলের সামনে প্রকাশ্যে এই ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যেখানে উপস্থিত স্বয়ং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই 'নবজোয়ার'- এর মঞ্চকে কেন অভিষেক বেছে নিলেন এই মন্তব্যের জন্য?
বিধানসভা নির্বাচনের (Assembly Election) আরও তিন বছর বাকি রয়েছে। তবু কেন অভিষেক এই মন্তব্য করলেন? এর নেপথ্যেও রয়েছে বিজেপি তথা মোদি সরকারের (Modi Govt) কীর্তি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসেছিলেন আর সেখানে এসে তিনি দাবি করে গিয়েছেন যে শীঘ্রই অভিষেককে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারেন মমতা। গেরুয়া শিবিরের সেই কল্পনা যে আকাশ-কুসুম ছাড়া আর কিছুই নয় তার প্রমাণ দিতেই এই প্রসঙ্গ তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।