নিজস্ব সংবাদদাতা : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অপেক্ষায় রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার তৃতীয় দিন। ঠাঁয় বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি নেতৃত্বরা। বোসের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন বলে আগেই জানিয়েছিলেন অভিষেক। এবার তৃতীয় দিনে সোশ্যাল মিডিয়ার পোস্টে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী আশা করছে তৃণমূল? খোলসা করলেন তিনি। পোস্টে অভিষেক লেখেন, ''আমরা যখন রাজভবনে আমাদের শান্তিপূর্ণ ধর্নার তৃতীয় দিন শুরু করি, তখন আমি বাংলার জনগণের জন্য ন্যায়বিচারকে আমাদের প্রিয় কারণের প্রতি এক নতুন সংকল্প এবং অঙ্গীকারের অনুভূতিতে পরিপূর্ণ দেখতে পাই।'' এরপরেই রাজ্যপালকে উদ্দেশ্যে করে অভিষেক লেখেন, ''প্রতিহিংসামূলক রাজনীতি এবং দিল্লির জমিদারদের অন্তঃস্থ উদ্দেশ্য অতিক্রম করে তিনি জনগণের অধিকার রক্ষার জন্য তার অফিসের গৌরবময় কর্তব্যকে স্বীকৃতি দেবেন এই আশা রাখি।''