নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি৷ এবার চালু হতে চলেছে ‘অভিষেকের দূত’। জানা গেছে যে হাওড়া জেলা থেকেই এই কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
জানা গেছে যে শহরের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই কাজে ‘ডেডিকেটেড টিম’ নির্মাণ করা হবে। তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ পোশাকও এবার বানানো হচ্ছে। ওই পোশাক পরেই রাস্তায় নামবেন যুব তৃণমূলের কর্মীরা। আগামিকাল থেকেই শুরু হতে চলেছে এই বিশেষ কর্মসূচি৷