নিজস্ব প্রতিবেদন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার প্রেক্ষাপট বেশ জটিল। ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি শেষে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় বাঁ চোখে গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকে তাঁর দৃষ্টিশক্তি নিয়ে সমস্যার শুরু।
এখন পর্যন্ত অভিষেকের আটটি অস্ত্রোপচার হয়েছে, যার মধ্যে বেশ কিছু আমেরিকার হাসপাতালে সম্পন্ন হয়েছে। সোমবার রাতের পোস্টে তিনি জানিয়েছেন, সম্প্রতি সম্পন্ন হওয়া অষ্টম অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। অভিষেক বলেন, "আমি সকলের শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।" তিনি উল্লেখ করেন, অস্ত্রোপচারের পর তাঁকে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হবে।
জুন মাসে তিনি একটি ছোট বিরতি নেওয়ার ঘোষণা করেন, যা রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন জল্পনা তৈরি করেছিল। তিনি বলেন, চিকিৎসার কারণে এই বিরতি নেওয়া হয়েছে। এই সময়ে রাজনীতির ময়দানে তাঁর অনুপস্থিতি লক্ষ্য করা যায়, বিশেষ করে আরজি কর ইস্যু ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময়।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং অন্যান্য নেতাকর্মী, পাশাপাশি কংগ্রেসের রাজ্যসভার সাংসদও। অভিষেকের এই পরিস্থিতি রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, এবং তৃণমূলের অন্দরেও তাঁর সক্রিয়তা নিয়ে আগ্রহীতা দেখা দিয়েছে।