নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত, পুরসভা আর মন্ত্রীত্বের ক্ষেত্রেও বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'আসবেন, চেয়ারে বসবেন আর ঘুরে বেড়াবেন…এই ফর্মুলা চলবে না। দল আপনাকে মন্ত্রী করেছে, সেই পদের মর্যাদা রাখুন। এলাকায় কাজ করতে পারলে মানুষ আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে না'। যে সমস্ত মন্ত্রী লোকসভা ভোটের ফলের নিরিখে পিছিয়ে পড়েছেন তাদের জন্যই এই কড়া বার্তা বলে অনুমান।
অভিষেক আরও বলেন যে ২০২৬র নির্বাচনের আগেই এই নীতি গ্রহণ করা উচিত।