নিজস্ব সংবাদদাতা: আর জি করের ঘটনার পরে ড্যামেজ কন্ট্রোলের নানা চেষ্টায় তৃণমূল। গোটা রাজ্যজুড়ে যেভাবে আন্দোলনের চলছে তাতে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল তৃণমূল। তবে মোকাবিলার রাস্তাও বের করছে ঘাসফুল শিবির। এবার নবজোয়ার আনার পথে তারা।
শোনা যাচ্ছে যে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ফের নবজোয়ার কর্মসূচি শুরু করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এও নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনও সামনে আসেনি। তবে প্রাথমিক প্রস্তুতি নাকি চলছে।
চোখের অপারেশনের জন্য বিদেশে যান সম্প্রতি অভিষেক। সেখান থেকে ফিরে এসেই সাংগঠনিক নানা সিদ্ধান্ত নেন তিনি। জানা গেল যে দলের অন্দরে কিছু রদবদল করা হতে পারে। এই নতুন বছরের শুরুতেই দলের তরফে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তারপরই নবজোয়ারের ঘোষণা সামনে আসতে পারে। প্রাথমিকভাবে জানা গেল যে উত্তরবঙ্গ দিয়েই কর্মসূচি শুরু করা হতে পারে। তবে রুটের ব্যাপারে কিছু জানা যায়নি। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচি শুরু করে তৃণমূল যা ব্যাপক সাড়া পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাড়ে ৪ হাজার কিমি পথ ধরে গিয়েছিলেন সেখানে ভালো ফলও এনেছে তৃণমূল।