নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ঘুষ নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ খন্ডন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ডায়মন্ড হারবার এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবী সঞ্জয় বসু।
/anm-bengali/media/media_files/2025/02/26/CEG9di0GkbBwMummgZzF.jpeg)
বুধবার এক বিবৃতি জারি করে ওই আইনজীবী দাবি করেছেন, “বিভ্রান্তিমূলক আর ভিত্তিহীন দাবি করছে সিবিআই। অভিষেককে কালিমালিপ্ত করা আর হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন”, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েও এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া সত্ত্বেও এই ভাবে হেনস্থা করা হচ্ছে তাঁর মক্কেলকে, এমনটাই দাবি করেছেন সঞ্জয় বসু।
/anm-bengali/media/media_files/9W9Lass8Cp55ME0ROson.jpg)