বড় সাফল্য ভারতীয় সেনার- এটাই তো চেয়েছিল দেশবাসী
ছেলে ফিরেছে ভারতে, কি বলছেন বাবা?
দেশের জন্যে হবে ‘জয় হিন্দ সভা’, ভারতীয় সেনাদের গৌরবময় ইতিহাস থাকবে সেখানে
আমি আগে থেকেই জানতাম এ কাজ মোদীজি'র দ্বারা সম্ভব নয়, এ কি বলছেন বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরা?
ভারত বিশ্বকে নতুন দিক দেখিয়েছে, সৌজন্যে অপারেশন সিন্দুর
‘দেশের বোনকে নিয়ে এমন মন্তব্য মানা যায় না’: দীপেন্দ্র সিং হুডা
ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিস হলেন ইনি- শপথবাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মু- কি নাম জানেন? কি বলা হল?
পাকিস্তান বাধ্য হল- গর্বের সঙ্গে জানানো হল- রাতের বড় খবর- জানুন সবার আগে
শশী থারুর যা বলছেন তা দলের মতামত নয়- বলে দিলেন কংগ্রেস সাংসদ

‘ভিত্তিহীন দাবি করছে সিবিআই’, চার্জশিটের পাল্টা বিবৃতি পেশ অভিষেকের আইনজীবীর

অভিষেককে হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ঘুষ নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগ খন্ডন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ডায়মন্ড হারবার এর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবী সঞ্জয় বসু। 

abhishek lawyer sanjay

বুধবার এক বিবৃতি জারি করে ওই আইনজীবী দাবি করেছেন, “বিভ্রান্তিমূলক আর ভিত্তিহীন দাবি করছে সিবিআই। অভিষেককে কালিমালিপ্ত করা আর হেনস্থা করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন”, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েও এবং তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া সত্ত্বেও এই ভাবে হেনস্থা করা হচ্ছে তাঁর মক্কেলকে, এমনটাই দাবি করেছেন সঞ্জয় বসু। 

abhishek jk.jpg