নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ভোটের সময় বড় বড় দাবি করা সত্ত্বেও গত পাঁচ বছরে বিজেপির কোনও হেভিওয়েট বা সাংসদ তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থে একটিও বৈঠক ডাকেনি।”
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ উঠেছে যে, আদিবাসী অধ্যুষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা যাদের প্রতিনিধিত্ব করার কথা তাদের প্রতি নির্লজ্জ অবজ্ঞা ছাড়া আর কিছুই দেখায়নি। বিজেপি বহিরাগতরা প্রতিশ্রুতি দেয় এবং নির্বাচন শেষ হওয়ার পরে তারা সেগুলি ত্যাগ করে।