নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা কল্যাণ বন্দোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে বয়স কোনও ফ্যাক্টর নয়, এবং অভিষেক ব্যানার্জি দলীয় নেতৃত্বে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি। তিনি জানান, মমতা ব্যানার্জির পর অভিষেকেরই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার রয়েছে, কারণ তিনি দলের যুব নেতৃত্বের প্রতিনিধি এবং ভবিষ্যতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।
কল্যাণ বন্দোপাধ্যায় আরও বলেন, "মমতাদি দলের সর্বোচ্চ নেতা, এবং তাঁর পর অভিষেকই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উত্তরসূরি। পশ্চিমবঙ্গের জনগণও মমতা ব্যানার্জির পরে অভিষেককেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়।"
এছাড়া, তিনি রাজনীতির ক্ষেত্রে অভিষেকের বয়সকে কোনও বাধা হিসেবে দেখেন না এবং বলেন, "তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের সক্ষমতা তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।" কল্যাণ বন্দোপাধ্যায়ের এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের ভবিষ্যত রাজনৈতিক দিশা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।