নিজস্ব সংবাদদাতা: আজ মুখ্যমন্ত্রী মমতার বাসভবন কালীঘাটে হল তৃণমূলের কর্মসমিতির বিশেষ বৈঠক। তাতে নবীন প্রবীণ মিলিয়ে নতুন নতুন স্থান দেওয়া হয়েছে কিছু চেনা পরিচিত মুখদের। এর মধ্যে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও।
দিল্লির ক্ষেত্রে পার্টি সম্পর্কে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাগরিকা ঘোষ।