প্রাথমিক নিয়োগ দুর্নীতি: মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নিয়োগ দুর্নীতি মামলায় যখন কুন্তলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায় তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চাইলে অভিষেককে জেরা করতে পারে। এবার অভিষেক নিলেন বড় স্টেপ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
abhishek banerjee.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানি শেষ হল। তবে আপাতত রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সমন খারিজের দাবি জানিয়ে মামলা করেন অভিষেক। জানা গেছে যে আগামী ৫ সেপ্টেম্বর রায় দেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ডেকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা, নাকি সমন খারিজ হবে সেটা সেদিনই জানা যাবে। নিয়োগ দুর্নীতির মামলায় ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠালেও হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডির ইসিআইআর এবং সমন খারিজের দাবিতেই কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে এর আগে ইডির আইনজীবী প্রশ্ন করেন যে অভিষেক কি এতই প্রভাবশালী যে তাঁকে সমন পাঠানো যাবে না? পাল্টা অভিষেকের আইনজীবী বলেন যে কোনও FIR বা চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা নেই। হঠাত্‍ করে এই দুর্নীতিতে কোথা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসল? বিরোধীরা প্রশ্ন করেছেন যে কেন ভয় পাচ্ছেন অভিষেক?