নিজস্ব সংবাদদাতা: নীরব মোদি, বিজয় মাল্যসহ অনেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা নিয়ে, তা ফেরত না দিয়েই বিদেশে বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন৷ তাঁদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তি দেওয়া থেকে শুরু করে বিপুল অঙ্কের প্রতারণার টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি একাধিক বার দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ কিন্তু, এখনও উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ৷
লোকসভার চলতি অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান, গত পাঁচটি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কত টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে? উত্তর দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. ভাগবত কারাদ৷ তিনি জানান, ২০১৮-১৯ সালে ৫০ হাজার ২৬৪ কোটি, ২০১৯-২০ সালে ১ লক্ষ ৩০ হাজার ৬৯২ কোটি, ২০২০-২১ সালে ৬৭ হাজার ৪৫৯ কোটি, ২০২১-২২ সালে ৩২ হাজার ৩৭৫ কোটি এবং ২০২২-২৩ সালে ১৯ হাজার ৭৫ কোটি টাকার জালিয়াতি হয়েছে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।