হাজার হাজার কোটি টাকার স্ক্যাম! অভিষেকের প্রশ্নে প্রকাশ্যে ভয়ানক তথ্য

হাজার হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের প্রশ্নে উঠে এল ভয়ানক তথ্য। এই সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek bardhokko.jpg

নিজস্ব সংবাদদাতা: নীরব মোদি, বিজয় মাল্যসহ অনেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা নিয়ে, তা ফেরত না দিয়েই বিদেশে বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন৷ তাঁদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তি দেওয়া থেকে শুরু করে বিপুল অঙ্কের প্রতারণার টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি একাধিক বার দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ কিন্তু, এখনও উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ৷

লোকসভার চলতি অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান, গত পাঁচটি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কত টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে? উত্তর দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. ভাগবত কারাদ৷ তিনি জানান, ২০১৮-১৯ সালে ৫০ হাজার ২৬৪ কোটি, ২০১৯-২০ সালে ১ লক্ষ ৩০ হাজার ৬৯২ কোটি, ২০২০-২১ সালে ৬৭ হাজার ৪৫৯ কোটি, ২০২১-২২ সালে ৩২ হাজার ৩৭৫ কোটি এবং ২০২২-২৩ সালে ১৯ হাজার ৭৫ কোটি টাকার জালিয়াতি হয়েছে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।

flavourfood

flamefood1

cityaddnew