‘ধর্ষণ বিরোধী আইন না বদলালে, আগামী দিনে দিল্লি ঘেরাও হবে’

আরও কড়া শাস্তির ব্যবস্থা করা হোক ধর্ষকদের জন্যে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
abhishek

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনায় যতবার মুখ খুলেছেন ততোবার ধর্ষণ বিরোধী আইনে বদল আনার কথা বলেছেন তৃণমূলের যুবরাজ। নিজের এক্স হ্যান্ডেলে সেটাই বারবার করে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কেন্দ্রের কাছে অনুরোধ করবো ধর্ষণ বিরোধী আইনে বদল আনা হোক। আরও কড়া শাস্তির ব্যবস্থা করা হোক ধর্ষকদের জন্যে। আজ টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে একই কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

avi
File Picture

এদিন অভিষেক কড়া ভাষায় বলেছেন, “এই জঘন্য ঘটনার জন্যে কড়া শাস্তির প্রয়োজন। তার জন্যে শাস্তিতে বদল আনতে হবে। ধর্ষণ বিরোধী আইনে এই অপরাধের শাস্তি আরও কঠোর হতে হবে। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে লিখিত মাধ্যমে আবেদন জানিয়েছি। আর তা বদল না হলে আগামী দিনে ফের দিল্লি দখল করবো আইনে বদল আনার দাবি জানিয়ে। আর তাতেও কাজ ন হলে আমি নিজের দায়িত্বে সংসদে নতুন আইন পাশের আবেদন জানাবো”। 

avi1
File Picture

Adddd