নিজস্ব সংবাদদাতা: 'অনেকে অনেক রকম কথা বলছিল। কেউ বলছিল তৃণমূল দল একে একে ছেড়ে চলে যাচ্ছে… দলটাই থাকবে না। কেউ বলছিল সাফ হয়ে যাবে, কেউ বলছিল ধুয়ে মুছে যাবে। বিগত ১৫-২০ দিনে বহিরাগত নেতারা অনেক বক্তৃতা দিয়েছেন বাংলার মাটি থেকে। আমরা ঠিক করেছিলাম এদের কাছে টাকা আছে, পয়সা আছে, ইলেকশন কমিশন আছে, মিডিয়া আছে, ইডি-সিবিআই আছে আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক। মানুষ বনাম রাষ্ট্রশক্তি- কে জেতে কে হারে। দুধ কা দুধ পানি কা পানি। আগামীর রায় শোষণকারীরা বিদায়। আগামীর রায় অত্যাচারীরা বিদায়', ভাষণ শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।