অভিযোগের চাপে কঠোর পদক্ষেপ স্বাস্থ্য দফতরের! বরখাস্ত করা হল অভিক দে কে

অভিক দে-কে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
avik 23

নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্য দফতরের কড়া হাত। সরতে চলেছে অনেক প্রভাবশালী। এবার স্বাস্থ্য দফতর সাসপেন্ড করল অভিক দে কে। স্বাস্থ্য দফতরের তরফে বরখাস্তের নোটিশ জারি করা হয়। সেখানে এসএসকেএম হাসপাতালের পিজিটি-র প্রথম বর্ষের অভিক দে-র বিরুদ্ধে বার বার একাধিক অভিযোগ উঠেছে। জুনিয়র চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগের পাশাপাশি টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেওয়ার কাজ করানোর অভিযোগ রয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বরখাস্ত থাকবেন অভিক দে। 

avik suspend

অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে তাঁদের দাবি কার্যত মেনে নিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমি মুখার্জি।  বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, আর সেখানে অভিক দে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে, অভিক দের বিরুদ্ধে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অভিযোগ উঠেছে। সেখানেও টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে দেওয়া, জুনিয়র চিকিৎসকদের ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগ রয়েছে অভিক দের বিরুদ্ধে। সোমবারই তৃণমূলের ছাত্র পরিষদ থেকে অভিক দে-কে বরখাস্ত করা হয়। 

avik dey

 tamacha4.jpeg