এজি বনাম এজির দ্বন্দ্ব মিটলো এবার

বেশ কয়েকদিন আগে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তুমুল তর্কাতর্কি হয়। এই নিয়ে সাড়া পরে যায় আইনজীবীদের মধ্যে। এবার সেই দ্বন্দ্বের অবসান হলো। ক্ষমা চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ভর্তি সংক্রান্ত মামলা চলাকালীন এজি ও বিচারপতির গঙ্গোপাধ্যায়ের কথা কাটাকাটি হয়। এজলাসে এই বিতর্কের নিন্দা করেন আইনজীবী মহল। এবার সেই বিচারপতি সংঘাতে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার এজলাসে বলেই বলেন , "আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।"  এরপরই কিশোর দত্ত বলেন, "আমিও আপনাকে কথা বলেছিলাম অনেক। "
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, "আপনারা অনেকেই জানেন না কিশোর আমার কত উপকার করেছে। আপনি যা শুনেছেন তাই বলেছেন।  তবে, আমি যা বলেছি সব রাগ করে বলেছি।" দুজনের এই কথা বার্তা শুনে এক প্রকার স্পষ্ট যে ঝগড়া এবার মিটে গেছে। 

 

cityaddnew

 

flavourfood

 

flamefood1