ছেলে ফিরেছে ভারতে, কি বলছেন বাবা?
দেশের জন্যে হবে ‘জয় হিন্দ সভা’, ভারতীয় সেনাদের গৌরবময় ইতিহাস থাকবে সেখানে
আমি আগে থেকেই জানতাম এ কাজ মোদীজি'র দ্বারা সম্ভব নয়, এ কি বলছেন বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরা?
ভারত বিশ্বকে নতুন দিক দেখিয়েছে, সৌজন্যে অপারেশন সিন্দুর
‘দেশের বোনকে নিয়ে এমন মন্তব্য মানা যায় না’: দীপেন্দ্র সিং হুডা
ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিস হলেন ইনি- শপথবাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মু- কি নাম জানেন? কি বলা হল?
পাকিস্তান বাধ্য হল- গর্বের সঙ্গে জানানো হল- রাতের বড় খবর- জানুন সবার আগে
শশী থারুর যা বলছেন তা দলের মতামত নয়- বলে দিলেন কংগ্রেস সাংসদ
সেমিকন্ডাক্টর ইউনিট নিয়ে বিশেষ ঘোষণা করে দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক

শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকার বাতিল করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাল্টা দিলেন ডেডলাইন

'শনিবার থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
abhijitnmamatr.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে ফের তীব্র হল সুর। একদিন আগেই সদিচ্ছা দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা ছিল, রাজ্য সরকারকে সহায়তা করার জন্য নিজে উদ্যোগী হবেন। কিন্তু বুধবার চিত্র পুরোপুরি বদলে গেল।

চাকরি বাতিল হওয়া শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে লেখা চিঠি নিজেই ছিঁড়ে ফেললেন অভিজিৎবাবু। সেই সঙ্গে ঘোষণা করলেন, “আর কোনও সদিচ্ছা দেখানোর প্রশ্নই নেই”।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “যে সরকার শিক্ষক-শিক্ষিকাদের উপর লাঠি চালায়, তাদের সঙ্গে আলোচনার আর কোনও মানে হয় না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যোগ্য-অযোগ্যদের আলাদা করে তালিকা প্রকাশ করতে হবে। না হলে শনিবার থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব”।

d

তিনি আরও বলেন, “আজ সকালে আমি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আধ ঘণ্টা ধরে কথা বলেছি। সিবিআই-এর কাছ থেকে পাওয়া মিরর ইমেজের ভিত্তিতে ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়েছি। পর্ষদ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে রাস্তায় নামতে বাধ্য হব”।

মঙ্গলবার অভিজিৎবাবু নিজেই জানিয়েছিলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং প্রস্তাবপত্র জমা দেবেন। কিন্তু বুধবার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশের নির্মম লাঠিচার্জ, মারধর দেখে ক্ষুব্ধ হয়ে যান বিজেপি সাংসদ। আর তখনই তিনি বৈঠক বাতিল করে দেন।