চাকরি, শিক্ষা ও প্রেমে মেষ, বৃষ, মিথুন রাশির জন্য কেমন থাকবে আজকের দিন? জানুন বিস্তারিত
"টেক ইট ডাউন" অ্যাক্ট: এআই-নির্মিত পর্নো কনটেন্টের বিরুদ্ধে বড় পদক্ষেপ যুক্তরাষ্ট্রের
মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসনের নেতৃত্ব বদল— নতুন পদে কে? জানুন
ট্রাম্পের কাছে আকুতি: গাজার ইসরায়েলি বন্দীদের মুক্ত করুন
বিদ্যুৎ বিভ্রাটের জেরে স্পেনে জরুরি নিরাপত্তা, মোতায়েন ৩০,০০০ অতিরিক্ত পুলিশ
রেড সাগরে ৬০ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান হারাল নৌবাহিনী
জেলেনস্কি : যুদ্ধবিরতি আর বিলম্ব নয় — মানবতার পক্ষে এখনই ৩০ দিনের শান্তি প্রতিষ্ঠা করা দরকার
ট্রাম্পকে কে ভালো সামলাবে? ক্যার্নি না পইলিভর? কানাডায় রাজনৈতিক উত্তেজনা চরমে
ব্রেকিং : বিদ্যুৎ বিভ্রাটে দেশজুড়ে অচল হয়ে গেল সরকারি ওয়েবসাইট!

চাকরিহারাদের পাশে দাঁড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রূপা-রুদ্রনীল

'চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে রয়েছি'।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ve5757

File Picture

নিজস্ব সংবাদদাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে চাকরিচ্যুতদের আন্দোলন রাতভর ছড়ালো আচার্য সদনের সামনে। বুধবার রাত ১০টা নাগাদ শুরু হওয়া জমায়েতে চাকরি বাতিল হওয়া কয়েকজন শিক্ষক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা রাত সেখানেই কাটাবেন। তাঁদের সাথে সেই রাতেই দেখা করতে যান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বলেন, “চোয়াল শক্ত করে লড়াই করুন, আমি আপনাদের সঙ্গে আছি”। তবে এই কথা শুধু তিনি রাতেই বললেন না, সকাল হতেই ফের পৌঁছালেন চাকরিহারাদের কাছে। দিলেন পাশে থাকার বার্তা।

এদিন চাকরিহারাদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “একটু অপেক্ষা করুন, বলে দেব কী করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে পুলিশ। যত অসভ্যতা করা যায় করবে। একটু পর হইতো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে। আমরা এসেছি সহমর্মিতা জানাতে। ভেঙে পড়বেন না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিয়েছেন। চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে রয়েছি”। 

ve4yyuo

সল্টলেকের এসএসসি ভবনে এদিন সকালে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

তাঁদের সাথে কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “অনশন করার কী দরকার? না করলেই পারতেন। শরীর খারাপ হয়ে যাবে”। এরপরই সরকারকে নিশানা করে বলেন, “আপনাদের দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন এঁরা। বিষয়টি সুষ্ঠ ভাবে মেটানোর ইচ্ছেই নেই সরকারের। বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন তারা”।

এসএসসি-কে ঘিরে গত কয়েক বছর ধরে চলা চাকরি দুর্নীতির প্রতিবাদে উত্তাল বাংলা। এবার পুলিশের ভূমিকা এবং সরকারের নীরবতা ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সরাসরি হুঁশিয়ারি ও অবস্থান গ্রহণে আন্দোলন নতুন গতি পাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।