নিজস্ব সংবাদদাতা : কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের উদ্যোগে আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিচারের দাবিতে 'দ্রোহের গ্যালারি' প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এখানে আন্দোলনের বিভিন্ন ছবি ও প্রতিবেদনসহ নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূর্তি স্থাপন করা হয়েছিল। তবে, এই প্রদর্শনী ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যখন রাতে দ্রোহের গ্যালারিতে ভাঙচুরের অভিযোগ উঠল। আন্দোলনকারীদের দাবি, দুষ্কৃতীরা গ্যালারির অভয়া মূর্তিটি ভাঙে।
আর জি কর মেডিক্যাল কলেজে ৩ মাস আগে ঘটানো ভয়াবহ ওই ঘটনাটি এখনো সুরাহা হয়নি। আন্দোলনকারীরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে আসছেন—যেমন অনশন, লালবাজার অভিযান, স্বাস্থ্য ভবন অভিযানে তাদের উপস্থিতি ছিল। এই প্রতিবাদের মুখ্য দাবি ছিল, নিহত চিকিৎসকের পরিবারকে ন্যায্য বিচার দিতে হবে। সেখানেই এবার আন্দোলনের প্রতীকী মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে।
এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি এখন আর জি কর-কাণ্ডে বিচারের দাবির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে আন্দোলনকারীরা বিভিন্ন ছবি ও সংবাদ প্রতিবেদন দিয়ে তাদের অবস্থান জানান দিয়েছে। উল্লেখযোগ্য, শ্যামবাজারে নিহত চিকিৎসকের মূর্তি উধাও হয়ে যাওয়ার অভিযোগও উঠেছিল, যার কারণে এই ঘটনার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছিল।
যদিও সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে এবং শিয়ালদা আদালতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তবে বিচার এখনও অধরা। CBI অফিসাররা গত শনিবার নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এখনো কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।