R G Kar: প্রতিবাদ চলবে, চলবে ডাক্তারিও! খুলল 'অভয়া টেলিমেডিসিন ক্লিনিক'

আন্দোলনের মধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজ চালিয়ে যাওয়ার নতুন উদ্যোগ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-09-01 at 5.08.50 PM

নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদ ছাড়েনি ডাক্তাররা। তবু কাজ থেমে থাকতে পারে না, বিশেষ করে যদি সেটা হয় মানুষের চিকিৎসা। তাই আন্দোলনের মাঝেই এবার অভয়া টেলিমেডিসিন ক্লিনিক খুলল। রোগীদের চিকিৎসা থেকে বিনামূল্যে ওষুধ পরিষেবা সবই দেওয়া হচ্ছে এই ক্লিনিকে।

Kolkata rape-murder: After CBI, ED to probe 'financial irregularities' at RG  Kar hospital | Latest News India - Hindustan Times

জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দিচ্ছেন। এছাড়া টেলিমেডিসিন ক্লিনিকে ফোন করেও ওষুধের নাম জেনে নিতে পারেন। 

As A Parent, I Resign': Principal of RG Kar Medical College Steps Down Over  Kolkata Doctor Murder | Republic World

চারটে ক্লিনিক রয়েছে আপাতত। সব ক্লিনিকের নাম্বার দেওয়া রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে ফোন করতে হবে। 

Protesting doctors in Kolkata start telemedicine service, health camps -  The Hindu