নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদ ছাড়েনি ডাক্তাররা। তবু কাজ থেমে থাকতে পারে না, বিশেষ করে যদি সেটা হয় মানুষের চিকিৎসা। তাই আন্দোলনের মাঝেই এবার অভয়া টেলিমেডিসিন ক্লিনিক খুলল। রোগীদের চিকিৎসা থেকে বিনামূল্যে ওষুধ পরিষেবা সবই দেওয়া হচ্ছে এই ক্লিনিকে।
/anm-bengali/media/post_attachments/47a9b34538f2da30e75b72605dd291156bed8e0a456c68924b38f063a7c8548c.jpg)
জুনিয়র চিকিৎসকরা পথে নেমে পরিষেবা দিচ্ছেন। এছাড়া টেলিমেডিসিন ক্লিনিকে ফোন করেও ওষুধের নাম জেনে নিতে পারেন।
/anm-bengali/media/post_attachments/c5b89069c34d549871fcef8efa942c4282c58b8fb96ce290db28ccd115c6eee9.webp)
চারটে ক্লিনিক রয়েছে আপাতত। সব ক্লিনিকের নাম্বার দেওয়া রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে ফোন করতে হবে।
/anm-bengali/media/post_attachments/4dc23797a91bb295d072599807e2f815f23a0ddd3e1ff184fb31e175e087e978.jpg)