নিজস্ব সংবাদদাতা: অনশনের তিনদিন পার, এবার ষষ্ঠীতে দক্ষিণ কলকাতায় অভয়া পরিক্রমা। গতকালই জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছিলেন আজ উত্তর থেকে দক্ষিণ প্রায় কলকাতার ১২টি পুজো মণ্ডপে পরিক্রমা করবেন জুনিয়র চিকিৎসকেরা। তিনটি মেটাডোরে করে অভয়ার মূর্তি সঙ্গে নিয়ে এই পুজো পরিক্রমা হবে। পুজো পরিক্রমা তবে তারই মধ্যে থাকবে বিচারের স্লোগান। জুনিয়র চিকিৎসকদের যে ১০ দফা দাবি রয়েছে, সেই দাবি গুলিই লিফলেটের আকারে পেশ করবেন ডাক্তাররা। সাধারণের মানুষের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দিতেই তাঁদের এই অভিনব কর্মসূচী।
অনশনের তিন দিন পেরিয়েছে। অনশন এখনও চলছে ৭ চিকিৎসকের। তাঁদের স্বাস্থ্যের অবনতি ঘটছে অবিরত। কিন্তু কোনও হেল দোল নেই সরকারের। এমনকি জুনিয়র চিকিৎসকদের সাথে কথাও পর্যন্ত বলেননি কেউ। কিন্তু এই ভাবে কতোদিন চলবে। তাই আজ হবে অভয়া পরিক্রমা। অভয়া এবং জয়নগরের ছোট উমার ন্যায় বিচারের দাবিতেই হবে আজকের এই পরিক্রমা।
এই প্রসঙ্গে, আজ জুনিয়র চিকিৎসকেরা একটি মেইল করেছেন কলকাতা পুলিশকে। চিঠিতে তারা উল্লেখ করেছেন, দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অভয়া পরিক্রমা। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের এই যাত্রা শুরু হবে। আর রাত ৯টায় এসে এখানেই শেষ হবে। যাত্রাপথে রয়েছে দক্ষিণ কলকাতার একাধিক নামী পুজো মণ্ডপ গুলি। কালীঘাট, মুদিয়ালি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, ট্রায়াঙ্গুলার পার্ক, গড়িয়াহাট মোড়, ঢাকুরিয়া, যাদবপুর হয়ে বাইপাস ধরে ধর্মতলায় এসে শেষ হবে এই পরিক্রমা।