নিজস্ব সংবাদদাতা : শিক্ষা দুর্নীতি নিয়ে এবার সরব হল অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। চাকরি হারানো শিক্ষকদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জুনিয়র ডাক্তাররাও। অভয়ার মৃত্যুর পর থেকে যেভাবে আন্দোলন চলছে, এবার সেই লড়াইয়ে সঙ্গী হচ্ছেন অভয়ার মা-বাবাও। তাঁরা স্পষ্ট জানিয়েছেন—চাকরিহারাদের পাশে থাকবেন তাঁরা, রাজপথে প্রতিবাদে হাঁটবেন।
/anm-bengali/media/media_files/2025/04/10/GeZeGJU9dZwfSR68eBWN.jpg)
অভয়ার মা বলেন, "সারদা-নারদা কাণ্ডে যেমন সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছিল, তেমনি চাকরিহারদের ওএমআর শিটও জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আমার মেয়ের দেহটাও একইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে।" অভয়ার মা-বাবার কথায়, "এই অন্যায়ের শেষ না হওয়া পর্যন্ত আমরা চাকরি হারাদের পাশে থাকবো।"
/anm-bengali/media/media_files/RCipp26tHNsFJ5WjRlee.JPG)
উল্লেখ্য, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ ধীরে ধীরে আরও বড় রূপ নিচ্ছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সমাজ পর্যন্ত পাশে এসে দাঁড়াচ্ছেন।