ভয়ঙ্কর প্রতারণা! আধার তথ্য সুরক্ষিত রাখতে রাজ্যের নয়া পদক্ষেপ

পুলিশের দাবি বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: আধার-প্রতারণায় এবার উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের পাবলিক ডোমেন। পুলিশের দাবি সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা। ওয়েবসাইটে গেলে মিলছে আধারের তথ্য ও আঙুলের ছাপ। আর সেখান থেকেই চুরি হচ্ছে তথ্য।

যা জানা যাচ্ছে, ওয়েবসাইটে জমি রেজিস্ট্রি সংক্রান্ত তথ্য সরকার একটি সংস্থাকে দিয়ে আপলোড করায়। এই সমস্ত তথ্য যাতে গোপন থাকে, তার জন্য আধার-তথ্যে ‘মাস্ক’ পরাতে রাজ্যের অর্থ সচিবকে চিঠি দিচ্ছে লালবাজার।

এক্ষেত্রে, আশঙ্কা বাড়িয়েছে উত্তর দিনাজপুর থেকে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিক গ্রেফতার হওয়ায়। বিভিন্ন গ্রামে গ্রাহকদের সুবিধার্থে এই সমস্ত কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলা হয়েছে যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে নির্দিষ্ট ও অল্প অঙ্কের টাকা তোলা যায়। এবার প্রতারকরা সেখানেই ফাঁদ পাতায় চিন্তা বেড়েছে পুলিশের।